• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কোনও নৈরাজ্য বরদাস্ত করা হবে না : ডিএমপি

রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান

ছবি : সংগৃহীত

মহানগর

কোনও নৈরাজ্য বরদাস্ত করা হবে না : ডিএমপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন-২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে ঘিরে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রায়কে কেন্দ্র করে কোনও নৈরাজ্য বরদাস্ত করা হবে না।

বুধবার (১০ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘নৈরাজ্য এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের চোখে সবাই সমান।’এরপরে তিনি এজলাস এলাকা পরিদর্শন করেন।

আছাদুজ্জামান মিয়া বলেন- ‘দেশের প্রচলিত বিচার ব্যবস্থা এই রায় একটি চলমান প্রক্রিয়া। আর দশটি রায়ের মতোই এটি একটি স্বাভাবিক ঘটনা। এ রায়কে কেন্দ্র করে কোনও ধরনের নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ নেই, সম্ভাবনাও নেই। জনগণের জানমাল রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

২১ আগস্টের ঘটনায় পৃথক মামলায় মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে তিনজন আসামির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদেরকে মামলা থেকে বাদ দিয়ে ৪৯ আসামির বিচার অনুষ্ঠিত হয়। এরপরে রায়ের জন্য আজকের দিনটিকে রায়ের জন্য ধার্য করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads