• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
দুর্গাপূজায় পটকা আতশবাজি নিষিদ্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

সংরক্ষিত ছবি

মহানগর

দুর্গাপূজায় পটকা আতশবাজি নিষিদ্ধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০১৮

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তার স্বার্থে শারদীয় দুর্গাপূজায় পটকা, আতশবাজি ও মাদকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে গতকাল রোববার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।

এ সময় তিনি বলেন, আজান ও নামাজের সময় সব ধরনের বাদ্যবাজনা বন্ধ থাকবে। এবার দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের দিন শুক্রবার হওয়ায় ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সব ধরনের বাদ্যবাজনা স্থগিত থাকবে।

আছাদুজ্জামান মিয়া জানান, দুর্গাপূজা উৎসবকে ঘিরে সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতে এবার ২৩৪টি সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নয়টি সবচেয়ে বড় মন্দির। এগুলো হচ্ছে- ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মন্দির, কলাবাগান মন্দির, বনানী মন্দির। এর বাইরে সিদ্ধেশ্বরী কালীমন্দির, রমনা কালীমন্দির, উত্তরা সার্বজনীন পূজামণ্ডপ, কৃষিবিদ ইনস্টিটিউট সমাজকল্যাণ সংঘ ও বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপ। এর বাইরের সব মন্দিরেই কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

আছাদুজ্জামান জানান, পুরো পূজা উৎসব ঘিরে ঢাকেশ্বরী মন্দিরে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে। সেখান থেকে সার্বক্ষণিক পুলিশ কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দেবেন। ঢাকেশ্বরীর বাইরের প্রত্যেকটি মন্দিরে সিসি টিভি ক্যামেরা থাকবে। থাকবে ফায়ার টেন্ডার ও অগ্নিনির্বাপক ব্যবস্থা।

দশমীর দিনের শোভাযাত্রার রুট সম্পর্কে ডিএমপি কমিশনার জানান, ঢাকেশ্বরী মন্দির থেকে বেরিয়ে পলাশীর মোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, সরকারি কর্মচারী হাসপাতাল, গোলাপশাহ মাজার হয়ে, বঙ্গবন্ধু স্কয়ার হয়ে, সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দিয়ে, নবাবপুর সড়ক দিয়ে রায় সাহেব বাজার মোড়, বাহাদুর শাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাটুয়াটুলী হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে বিসর্জন হবে। শোভাযাত্রার সামনে, পেছনে ও মাঝে পুলিশ মোতায়েন থাকবে।

পুরো ঢাকা শহরে নিরাপত্তা চেকপোস্ট থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সম্মানিত ভক্তকুল ও দর্শনার্থীদের অনুরোধ জানাচ্ছি- পূজামণ্ডপে ছুরি, কাঁচি, পোটলা, ব্যাগ, ব্যাগপ্যাক নিয়ে আসবেন না। কাউকে এসব নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। শোভাযাত্রার রুটে অবাঞ্ছিত লোক, হকারদের বসতে দেওয়া হবে না। চলাচলের ক্ষেত্রে সড়কে ডাইভারশন দেওয়া হবে। এ সময় তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads