• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কোটা বহালের দাবিতে ফের সড়ক অবরোধ

শাহবাগে কোটা বহালের দাবিতে ফের সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

মহানগর

চরম জনদুর্ভোগ

কোটা বহালের দাবিতে ফের সড়ক অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০১৮

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বহালের দাবিতে ফের সড়ক অবরোধ করছে প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তান ও আদিবাসীরা। গতকাল রোববার রাজধানীর শাহবাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের এই অবস্থানের কারণে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।

শাহবাগে প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে গত আট দিন ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা বহালের দাবিতে চলছে এই অবরোধ কর্মসূচি। আগে শুধু বিকালে এই কর্মসূচি থাকলেও গত শুক্রবার তারা ঘোষণা দেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান লাগাতার চলবে। রেববার সকালেও দেখা যায় শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের হাতেগোনা কয়েকজন কর্মী।

এদিকে গত কয়েক দিন ধরে শাহবাগ অবরুদ্ধ থাকায় ওই পথ দিয়ে চলাচলকারীদের চরম জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে। মোহাম্মাদপুর, মিরপুর ও উত্তারার দিকে থেকে মতিঝিল অঞ্চলের অফিস করতে আসা মানুষ গত কয়েকদিন ধরে এই দুর্ভোগের কারণে অতিষ্ঠ প্রায়। তারা দ্রুত এই অবস্থার নিরসন চান।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হাফিজুর রহমান মোহাম্মাদপুর থেকে বাসযোগেই প্রতিদিন দিলকুশা এলাকায় অফিস করেন। দূরত্ব একটু বেশি বলে প্রতিদিনই হাতে সময় রেখে রওনা দেন তিনি। কিন্তু কয়েকদিন ধরেই শাহবাগে সড়ক অবরুদ্ধ থাকায় অফিসে বিলম্ব হচ্ছে তার। তাই শাহবাগে অবরোধ করা নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি। তিনি বলেন,  প্রতিবন্ধীরা যে দাবিতে অবস্থান নিয়েছে তাদের সেই দাবিকে আমিও সমর্থন করি। কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে দাবি আদায়ের প্রক্রিয়াটা অনৈতিক। 

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ : প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে রোববার ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তানরা। ওইদিন সকাল এগারোটা থেকে দুপুর বারোটাটা পর্যন্ত পাঁচজন মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’ ব্যানারে এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এর আগে একই দাবিতে সাত অক্টোবর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় এক ঘণ্টার এই অবরোধ কর্মসূচির কারণে রাস্তার দুই দিকে ১০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এর কারণে হাজার হাজার মানুষকে পোহাতে হয় চরম ভোগান্তি।

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ : প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা রাখার দাবিতে ফের ঢাকা-রাজশাহী  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আদিবাসী শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে ‘আদিবাসী কোটা রক্ষা কমিটি’র ব্যানারে বিশ্ববিদ্যালয় ও নগরীর বিভিন্ন সংগঠনের আদিবাসী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক ঘণ্টার বেশি ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন। এ কারণে ওই এলাকা দিয়ে চলাচলকারীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর কোটা বাতিল/ পর্যালোচনা/ সংস্কারের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল ঘোষণা করার পর থেকে কোটা বহালের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে আসছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আদিবাসী ছাত্র পরিষদ, প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads