• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
হাতিরঝিলে প্লাস্টিক কুড়ালেন ইইউ প্রতিনিধিরা

হাতিরঝিলে প্লাস্টিক কুড়ালেন ইইউ প্রতিনিধিরা

ছবি : বাংলাদেশের খবর

মহানগর

হাতিরঝিলে প্লাস্টিক কুড়ালেন ইইউ প্রতিনিধিরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল জনসচেতনতার লক্ষ্যে হাতিরঝিল লেকের প্লাস্টিক কুড়িয়েছেন। প্লাস্টিকপণ্যের বিরুদ্ধে সচেতনতা আনার লক্ষ্যেই এ কর্মসূচি পালন করেছেন তারা। গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ ইইউ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়ারিঙ্কের নেতৃত্বে হাতিরঝিল লেকের প্লাস্টিকপণ্য কুড়ানো হয়। এতে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নেন।

প্লাস্টিকপণ্যের দূষণ প্রতিরোধে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। সে অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্লাস্টিকপণ্যের বিষয়ে নিরুৎসাহিত করে আসছে। এ লক্ষ্যে হাতিরঝিলের প্লাস্টিকপণ্য কুড়িয়ে সচেতনতা আনতে এ কর্মসূচি পালন করেছে ইইউ প্রতিনিধিদল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads