• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ভেতরে সংলাপ, বাইরে মোমবাতি প্রজ্বালন

বৃহস্পতিবার সন্ধ্যায় ফলপ্রসূ সংলাপের দাবিতে গণভবনের সামনে মোমবাতি প্রজ্বালন ও মানববন্ধনে অংশ নেন বেশ কিছু তরুণ

ছবি : সংগৃহীত

মহানগর

ভেতরে সংলাপ, বাইরে মোমবাতি প্রজ্বালন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সংলাপ গতকাল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুয়েট হলে শুরু হয়। সংলাপের শুরুতে ফ্রন্ট নেতাদের স্বাগত জানিয়ে দেওয়া সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণভবন জনগণের ভবন। সবাইকে স্বাগত জানাচ্ছি। তিনি বলেন, আওয়ামী লীগ গত ৯ বছর ক্ষমতায় থেকে দেশের যা উন্নয়ন করেছে তা সবাই দেখতে পেয়েছেন। এখন সবাই মিলে দেশটাকে গড়তে হবে। কারণ, দেশটা আমাদের সবার। সবাই মিলে এদেশটাকে গড়তে হবে। পরে ফ্রন্টের সদস্যরা প্রত্যেকে দুই মিনিট করে বক্তব্য রাখেন। 

সংলাপ সফলের প্রত্যাশায় ঐক্য প্রক্রিয়ার মোমবাতি প্রজ্বালন : সংলাপে বসার মুহূর্তে গণভবনের সামনে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করেছেন ঐক্য প্রক্রিয়ার নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ‘সংবিধান ওহি নয়, জনগণের জন্যই সংবিধান’, ‘জনগণ ভোট দিতে চায়, ভোটাধিকার নিশ্চিত করতে ফলপ্রসূ সংলাপ চাই’, ‘সংবিধান জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাধা নয়’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

সাত দফার ভিত্তিতে আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয় বিকালে : বিকালে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বাংলাদেশের খবরকে বলেন, বিকাল ৪টার পর থেকে কামাল হোসেনের বাসভবনে একে একে সমবেত হন ফ্রন্টের নেতারা। সেখানে শেষ দফা প্রস্তুতি বৈঠক করেন তারা। সংলাপে তুলে ধরার জন্য এ সময় আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয়। ফ্রন্টের সাত দফা দাবির ভিত্তিতে বিষয়বস্তু চূড়ান্ত করা হয়। এর আগে সকাল থেকে কয়েক দফা বৈঠক করেন ফ্রন্ট নেতারা।

সংলাপে যাওয়ার আগে আন্দোলনের হুমকি মির্জা ফখরুলের : সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসার আগে বিকালে মহানগর নাট্যমঞ্চে দলের আয়োজিত গণঅনশন কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করা হবে।

সংলাপ হওয়ার আগে হতাশা প্রকাশের যুক্তি নেই- ওবায়দুল কাদের : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ হওয়ার আগে হতাশা প্রকাশের যুক্তি নেই। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আওয়ামী লীগ রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত। সারা দেশে নির্বাচন উপলক্ষে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার অংশ হিসেবে গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। পরদিন সোমবার সংলাপে রাজি হওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ শেখ হাসিনার আমন্ত্রণপত্র পৌঁছে দেন ড. কামাল হোসেনকে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় সংলাপ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads