• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চিড়িয়াখানায় প্রবেশ ফি বাড়ল ২০ টাকা

জাতীয় চিড়িয়াখানা

সংগৃহীত ছবি

মহানগর

চিড়িয়াখানায় প্রবেশ ফি বাড়ল ২০ টাকা

পরিবেশ রক্ষায় পিকনিক বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার অভ্যন্তরে পিকনিক স্পট বন্ধ করে দেওয়া হয়েছে। চিড়িয়াখানার আয় বাড়াতে দর্শনীর মূল্য ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চিড়িয়াখানার উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চিড়িয়াখানার সৌন্দর্য ও প্রাণী-পরিবেশ রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চিড়িয়াখানার ভেতরে ‘উৎসব দ্বীপ’ ও ‘নিঝুম দ্বীপ’ নামের দুটি পিকনিক স্পটে যথাক্রমে ১০ ও ৬ হাজার টাকা ভাড়া দিয়ে এতদিন যে কেউ দিনব্যাপী পিকনিক করতে পারতেন। চিড়িয়াখানার পরিবেশের ওপর বিরূপ প্রভাবের কারণে এ সুযোগ বন্ধ করা হয়েছে। এ ছাড়া চিড়িয়াখানার লেকে টিকেট কেটে বড়শিতে মৎস্য শিকার বন্ধ অথবা সীমিত করার পরামর্শও দেওয়া হয় উপদেষ্টা কমিটির সভায়।

প্রাণিসম্পদমন্ত্রী চিড়িয়াখানার বিনোদনধর্মী উদ্দেশ্য-লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন সব প্রকল্প ও সিদ্ধান্ত পরিহার করে জনগণ ও পরিবেশবান্ধব প্রকল্প গ্রহণের আহ্বান জানান। অত্যাধুনিক চিড়িয়াখানার স্বার্থে সংশ্লিষ্ট অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা-কর্মচারীদের বদলিপদ্ধতি বাতিলসহ তাদের বিভিন্ন দেশের উন্নত চিড়িয়াখানা পরিদর্শন মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

চিড়িয়াখানার ভবিষ্যৎ পরিকল্পনা, সার্বিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকারী ৩২ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি বছরে দুবার সভার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ২০১৪ সালে গঠিত উপদেষ্টা কমিটি পুনর্গঠন করে গত ২৪ অক্টোবরে যে নতুন কমিটি গঠন করা হয় গতকাল ছিল তার প্রথম সভা। বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, প্রাণিবিশেষজ্ঞ, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় এই কমিটি। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, কামাল আহমেদ মজুমদার, আসলামুল হক, ইলিয়াস হোসেন মোল্লা, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব এ কমিটিতে রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads