• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সেনাবাহিনী দিয়ে নদী দখলমুক্ত করার দাবি

নদী দখলমুক্ত করার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সামাজিক সংগঠন নোঙর

ছবি : বাংলাদেশের খবর

মহানগর

সেনাবাহিনী দিয়ে নদী দখলমুক্ত করার দাবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০১৯

দেশের নদ-নদী ও খাল দখলমুক্ত করতে দ্রুত সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন ‘নোঙর’। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে নদীখেকোদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে নোঙরের সভাপতি সুমন শামস বলেন, ‘রাজধানী ঢাকার চারপাশে বৃত্তাকারে ঘিরে আছে চারটি নদ নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ। এই নৌপথ ঘিরেই ঢাকার বিস্তৃৃতি। ১৯৭০ সালে দেশের নৌপথের দৈর্ঘ্য ছিল ২৪ হাজার কিলোমিটার। আজ সেই নদীপথের দৈর্ঘ্য দাঁড়িয়েছে মাত্র তিন হাজার কিলোমিটারে। ক্রমেই নদী সরু হয়ে খালে পরিণত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এক সময় নদীগুলো হারিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

নোঙরের অনুসন্ধানের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, নদ-নদী দখল করে বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। কামরাঙ্গীরচর ও বসিলায় নদী দখল করে অবকাঠামো গড়ে তোলার হার সবচেয়ে বেশি। এ ছাড়া আবদুল্লাহপুর, গাবতলী, ডেমরা, কাঁচপুর ও নারায়ণগঞ্জ এলাকায় নদী দখল করে ৩৮-৪৮ শতাংশ স্থানে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়ছে। গাছপালা ও কৃষি জমি হিসেবে বেশি ব্যবহূত হচ্ছে নন্দীপাড়ার ৭৩ শতাংশ জমি। আর পরিত্যক্ত জমি হিসেবে বেশি অংশ রয়েছে বসিলায় প্রায় ৩০ শতাংশ। সংগঠনটির পক্ষ থেকে নদীকে দখলমুক্ত করতে ও বাঁচাতে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে নোঙরের সদস্যরা ছাড়াও বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠনের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads