• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
থমকে ছিল রাজধানী ছিল না গণপরিবহন

বিজয় সমাবেশের একাংশ

সংগৃহীত ছবি

মহানগর

থমকে ছিল রাজধানী ছিল না গণপরিবহন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০১৯

যানজটের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গতকাল শনিবার যানবাহন থমকে ছিল। গণপরিবহনের সংখ্যাও ছিল কম। সরকারি ছুটির দিন হলেও গতকাল বেলা ১১টার দিকে ফার্মগেট থেকে কারওরান বাজার সিগন্যাল পার হতে প্রায় ৫০-৫৫ মিনিট সময় লেগে যায়। সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশের কারণে বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ করা হয়। ফলে গতকাল সকাল থেকেই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভুক্তভোগীরা বলেন, ঢাকা শহরে এ ধরনের উৎসব উদযাপনে ভোগান্তিতে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছেন। একদিকে মেট্রোরেলের নির্মাণকাজ অন্যদিকে বাণিজ্য মেলায় যানজটে বসে থাকতে হয় রোকেয়া সরণিতে, তার ওপর আজকের (গতকাল শনিবার) এই আয়োজন। যাত্রীরা অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় সমাবেশের আয়োজন করায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত হওয়ায় এ দুর্ভোগ। সরেজমিনে ঘুরে দেখা গেছে, মিরপুর সড়কে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক ছিল সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার প্রবেশপথগুলোর আশপাশের সড়কে ছিল যানবাহনের দীর্ঘলাইন। ইস্কাটন থেকে বাংলামোটরের দিকে বের হতে ঘণ্টা পেরিয়ে গেছে। বাংলামোটর ফ্লাইওভারে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘণ্টার পর ঘণ্টা। যানবাহনের অভাবে লোকজন হেঁটে গন্তব্যের দিকে ছুটে যান। রিকশাচালক সুমন বলেন, ওয়্যারলেস গেট থেকে এসে ইস্কাটনে আটকে আছি। যাত্রী অর্ধেক ভাড়া দিয়ে নেমে হাঁটা দিয়েছেন। আলামিন নামে আরেক যাত্রী বলেন, এই এলাকায় এমনিতেই জ্যাম থাকে। আজকে ভয়াবহ রূপ ধারণ করেছে।

সকালে ফার্মগেটে আধা ঘণ্টা দাঁঁড়িয়ে থেকে একটা বিআরটিসি বাসে উঠতে পেরেছেন শাহানা আখতার। তিনি বলেন, কোনো বাস নেই। যেগুলো আছে গেটলক হয়ে আসছে, উঠতে পারিনি। বাস কেন নেই তার কোনো ঘোষণাও নেই। আমরা রাজধানীবাসী যেন এ ধরনের হয়রানিতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। রোকেয়া সরণির জ্যাম ঠেলে কারওয়ান বাজারের দিকে আসেন রহমত মিয়া। তিনি বলেন, রোকেয়া সরণিতে মেট্রোরেলের কাজ আর বাণিজ্য মেলার জন্য সব সময় জ্যাম লেগে থাকে। তার ওপর আজকে এ রকম পরিস্থিতি। দিনশেষে যার যার জায়গায় পৌঁছানোই তো এখন মুশকিল মনে হচ্ছে। তিনি বলেন, শনিবার হওয়াতে ভোগান্তি কম, কিন্তু গণপরিবহন না থাকার বিষয়টি পূর্বঘোষণা থাকা উচিত।

কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিং থেকে যানবাহনের ডাইভারশন করে দেওয়া হয়েছে। বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত সড়ক বন্ধ রাখা হয়েছে। সড়কের দুই পাশে পথচারীরা পায়ে হেঁটে চলাচল করছে। এছাড়া উৎসবে যোগ দিতে লোকজন মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হয়।

৩০ ডিসেম্বর তৃতীয় মেয়াদে সরকার গঠনের রেকর্ড করলেও বিজয় মিছিল না করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। কিন্তু বিজয় আনন্দ থেকে নেতাকর্মীদের বঞ্চিত করতে চায় না আওয়ামী লীগের হাইকমান্ড। তাই গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করার ঘোষণা দেয় দলটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads