• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আনিসের সবুজ ঢাকা গড়বেন আতিকুল

ছবি : সংগৃহীত

মহানগর

আনিসের সবুজ ঢাকা গড়বেন আতিকুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মার্চ ২০১৯

প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করার অঙ্গীকার করে আগামী এক বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। মেয়র নির্বাচিত হওয়ার পর গতকাল শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্নের সবুজ ঢাকা বাস্তবায়ন করবেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, এক বছরের মধ্যে ঢাকা শহরকে সবুজ ঢাকা হিসেবে গড়ে তোলা হবে।

মেয়র হিসেবে আগামী এক বছর আমার লক্ষ্যগুলো তিনটি ভাগে ভাগ করেছি। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি। ডিএনসিসি আগামী এক বছর সময় নিয়েছে স্বল্পমেয়াদি কাজগুলো শেষ করার জন্য। নবনির্বাচিত মেয়রের আগামী এক বছরের কর্মপরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আলোকিত ঢাকায় পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপসকে সক্রিয় করা, সব ধরনের কর ও লেনদেনকে ডিজিটাইজড ও অটোমেশন করা, বৃক্ষরোপণ, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ, মহল্লায় মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ তৈরি, ফুটপাথ নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নতুন অন্তর্ভুক্ত এলাকায় উন্নয়ন পরিকল্পনা, প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পন্ন করতে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ।

তিনি আরো বলেন, আগামী বর্ষায় ঢাকাকে জলাবদ্ধতা থেকে রক্ষা করা। কালেক্টিভ পদ্ধতিতে মশার বিরুদ্ধে ক্রাস প্রোগ্রাম নেওয়া হবে। এজন্য সেনানিবাস, বসুন্ধরা আবাসিক, বিমানবন্দর, ডিএমপি ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয় করে এটা বাস্তবায়ন করে মশা দূর করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। প্রয়াত আনিসুল হকের মেয়াদের বাকি সময় উত্তরসূরি হিসেবে ২০২০ সালের মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। তাই প্রয়াত মেয়র আনিসুল হকের কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখে সেই পরিকল্পনাগুলোকেই অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএনসিসির নবনির্বাচিত মেয়র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads