• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঢাকা উত্তরের ফুটপাথ দখলমুক্ত করা হবে : আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক

সংগৃহীত ছবি

মহানগর

ঢাকা উত্তরের ফুটপাথ দখলমুক্ত করা হবে : আতিকুল

  • প্রকাশিত ০৫ মার্চ ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনে খুব শিগগিরই ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার সাভারের আশুলিয়ায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে নিজের মালিকানাধীন পোশাক কারখানার কর্মীদের বার্ষিক বনভোজনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আতিকুল বলেন, ‘ঢাকায় প্রধান সমস্য যানজট। ঢাকাকে যানজটমুক্ত করে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব। উত্তরের যেসব খেলার মাঠ দখল হয়ে আছে সেগুলো খুব শিগগিরই উদ্ধার করা হবে।’

তিনি বলেন, ‘সবাইকে সাথে নিয়ে আমি নতুন ঢাকা গড়ব, যেন কোনো সন্ত্রাস বা চাঁদাবাজি না থাকে। ঢাকাকে আধুনিক নগরী গড়ে তুলতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার সাহায্য আমার একান্ত দরকার। ’

ঢাকাকে মাদক ও মশামুক্ত করা হবে জানিয়ে মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তাই ব্যবসা ও অর্থনীতি, সব মিলিয়ে আমাদের রাজনীতি করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads