• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ডিআরইউ সম্পাদকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

ডিআরইউ সাধারণ সম্পাদকের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

ছবি : সংগৃহীত

মহানগর

ডিআরইউ সম্পাদকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ মার্চ ২০১৯

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা এ দাবি জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারীদের গ্রেফতারে ডিআরইউ নেতাদের আশ্বাস দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিতীয়বার ঢাকা-গাজীপুর মহাসড়কে ডাকাতির ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুজনকে আটক ও লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে। তিনি বলেন, শুধু সাংবাদিক নয়, সাধারণ নাগরিকের নিরাপদ যাতায়াতের জন্য পুলিশকে সার্বক্ষণিক তৎপর থাকতে হবে। এ সময় ধৈর্য ধরে আইনের আশ্রয় নেওয়ায় ডিআরইউ নেতাদের ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, এ রকম গুরুত্বপূর্ণ মহাসড়কে যানজটে ডাকাতির ঘটনা সত্যিকার অর্থে অনভিপ্রেত। দায়িত্ব পালনে কারো গাফিলতি থাকলে তাও খতিয়ে দেখা হবে। মহাসড়কে চলাচলকারী নাগরিকের জানমালের নিরাপত্তায় সরকার আরো তৎপর হবে বলেও প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন। সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা প্রতিরোধে ঐক্যের বিকল্প নেই। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই সময় চ্যানেল নাইনের সাংবাদিক ও কর্মচারীদের চাকরিচ্যুতির ঘোষণা তুলে নেওয়ার দাবি জানান ডিআরইউ সভাপতি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আফজাল বারীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মুরসালিন নোমানী, সৈয়দ শুকুর আলী শুভ। ক্র্যাব সাধারণ সম্পাদক দীপু সারোয়ার।

উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচএম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন, বিএম নূর আলম (বাদল নূর), মোহাম্মদ মাকসুদুল হাসান ও মো. শাহাবুদ্দিন মাহতাব ও সাবেক যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নান মারুফ, জিলানী মিলটন, কার্যনির্বাহী সদস্য হাবীবুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম প্রমুখ।

মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেনের নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ ও ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাতে ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহের ত্রিশা‌লের গ্রা‌মের বাড়িতে যাচ্ছিলেন। গাজীপুরের গাজীপুরা নামক এলাকায় মহাসড়কে আনুমানিক রাত ১টার দিকে যানজটে থাকাকালীন দেশীয় অস্ত্রসহ আকস্মিক ৫-৬ জন দুর্বৃত্ত হামলা করে মোবাইল সেট, ব্যবহূত স্বর্ণালঙ্কার-নগদ টাকাসহ ভ্যানিটি ব্যাগ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads