• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

মহানগর

বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, সড়ক অবরোধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ মার্চ ২০১৯

রাজধানীর প্রগতি সরণিতে বাসের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ভাটারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবরার আহমেদ চৌধুরী। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, সকাল সোয়া ৭টার দিকে ভাটারা এলাকায় রাস্তা পার হওয়ার সময় আবরারকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।

এদিকে, ছাত্র নিহত হওয়ার ঘটনায় কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ ছাত্ররা এ সময় সুপ্রভাত পরিবহনের সব বাস আটক করে রাস্তা বন্ধ করে মিছিল করতে থাকে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবিতে স্লোগান দিচ্ছিলেন।

অবরোধের কারণে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত বলেন, বাসের চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads