• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রাজধানীতে জলজট ও যানজটে ভোগান্তি

রাজধানীর মিরপুরে গতকাল বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাস ও নৌকা চলে সমানতালে  

ছবি : বাংলাদেশের খবর

মহানগর

রাজধানীতে জলজট ও যানজটে ভোগান্তি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৯

দুই দফার বৃষ্টিতে রাজধানীর সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক সড়কের পানি ফুটপাথও ডুবে গেছে। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সোমবার দুই দফায় ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। এই বৃষ্টির কারণে জলজটের পাশাপাশি যানজটও তৈরি হয়েছে অনেক জাগয়ায়। এতে চরম ভোগন্তিতে পড়েছেন নগরবাসী।

রাজধানীর গুলশান, প্রগতি সরণি, মিরপুর-১, ১১, ১৩ নম্বরসহ অনেক জায়গায় বৃষ্টিতে রাস্তা ডুবে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন এসব এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ। কোথাও দেখা গেছে, বৃষ্টির পানিতে রিকশাও ডুবে যাওয়ার উপক্রম। বৃষ্টির কারণে অনেক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আফরিন ওসমান ফেসবুকে গাড়িতে বসে যানজটের ছবি দিয়ে লিখেছেন, গুলশান-২ থেকে বনানী সড়কে এক ঘণ্টা ধরে বসে আছি। গাড়ি নড়ছে না।

আবহাওয়া অধিদফতরের এপ্রিল মাসের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি ছাড়াও এ সময় সমুদ্রে দুই-একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঝড়োবৃষ্টি ছাড়াও এই মাসে দাবদাহ বয়ে যেতে পারে দেশের উত্তর-মধ্যাঞ্চলের ওপর দিয়ে। কোথাও কোথাও এ দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে। আবহাওয়া অধিদফতর বলছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। তাই আগামী ২৪ ঘণ্টা ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগেই পূর্বাভাস ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুর, বরিশাল, রাজশাহী বিভাগের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ঝড়োবৃষ্টিপাত হতে পারে। গত কয়েক দিনে ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে ঢাকার ওপর দিয়ে।

বৃষ্টির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা ভিডিও ও ছবি ভেসে বেড়ায়। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলছেন, সামান্য বৃষ্টিতে যদি রাজধানীর সড়ক পানিতে ডুবে যায় সামনে কী হবে।

সাইফুল ইসলাম নামের একজন গুলশান এলাকায় সড়ক ডুবে যাওয়ার ভিডিও পোস্ট করে লিখেছেন, একটু বৃষ্টিতেই গুলশানের মতো অভিজাত এলাকার সড়কের এই অবস্থা। অন্য এলাকার কী অবস্থা কে জানে?

মো. মুনির হোসেন নামে একজন বসুন্ধরা এলাকা অর্থাৎ প্রগতি সরণির সড়কের পানির ছবি পোস্ট করে লিখেছেন, সদরঘাট গেলে আজ ভুল করবেন। বরিশালের লঞ্চ বসুন্ধরা আবাসিক এলাকার গেট থেকে ছাড়বে।

আছিয়া নিশি নামের একজন মিরপুর-১৩ নম্বর এলাকার ছবি ও ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। যাতে দেখা যায়, সড়কে পানির ভেতর দিয়ে চলছে বাস। পাশের ফুটপাথও পানিতে ডোবা।

প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে গতকাল বিকালে বনানীর ২৩ নম্বর রোডে বিশাল একটি গাছ উপড়ে প্রাইভেট গাড়ির ওপর পড়ে। তবে এতে কেউ হতাহত না হলেও যান চলাচলে বিঘ্ন ঘটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads