• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আরো ২৭০ সংবাদপত্র স্টল নির্মাণ করুন : আজিজুল ইসলাম ভূঁইয়া

ছবি : বাংলাদেশের খবর

মহানগর

বাংলাদেশের খবর-ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির মতবিনিময় সভা

আরো ২৭০ সংবাদপত্র স্টল নির্মাণ করুন : আজিজুল ইসলাম ভূঁইয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুন ২০১৯

বাংলাদেশের খবর-এর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া গতকাল শনিবার সংবাদপত্র শিল্পকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোর তাগিদে সুষ্ঠু বিপণন ও পত্রিকা হকারদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। হকারদের পত্রিকাশিল্পের অন্যতম অঙ্গ হিসেবে উল্লেখ করে তিনি রাজধানীসহ সারা দেশে আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আজিজুল ইসলাম ভূঁইয়া গতকাল দুপুরে ঢাকা বহুমুখী সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংবাদপত্র বিক্রির সঙ্গে জড়িত প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমিতির মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোস্তফা কামাল এবং অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সমিতির সম্পাদক আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের খবর-এর উপদেষ্টা সম্পাদক ও পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন, সমিতির সহ-সভাপতি নুরুননবী খান, সুপারভাইজার কমিটির সভাপতি আবুল কাসেম ও সমিতির সার্কুলেশন ম্যানেজার আবুল কালাম প্রমুখ।

আজিজুল ইসলাম ভূঁইয়া পত্রিকা হকারদের সুখ-দুঃখের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের সব সমস্যা দূরীকরণে সমন্বিত প্রচেষ্টা গ্রহণের আশ্বাস দেন।

সমিতির সভাপতি মোস্তফা কামাল বলেন, প্রায়ই বিভিন্নভাবে সমিতির সদস্যরা হয়রানির শিকার হন। তাদের জন্য আইনানুগ বরাদ্দকৃত নিউজপেপার স্টলগুলো ভেঙে দেওয়া হয় এবং বিনা নোটিশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে পত্রিকা বিক্রেতাদের উচ্ছেদ করা হয়। তিনি অভিযোগ করেন, এ পর্যন্ত ৭০টি সংবাদপত্র স্টল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অথচ এগুলো সরকারিভাবে নির্মিত ও হকারদের নামে বরাদ্দ করা ছিল। হকাররা তাদের ওপর ধার্যকৃত টাকাও পরিশোধ করেছেন। এমতাবস্থায় অনতিবিলম্বে ভেঙে ফেলা স্টলগুলো পুনর্নির্মাণ দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি পত্রিকা বিক্রিকে সহজতর করা ও ক্রেতাদের সুবিধার্থে আরো ২০০ পত্রিকা স্টল নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যদিকে হকার্স সমিতির নেতৃবৃন্দ তাদের বিপদে-আপদে সহযোগিতা ও সহমর্মিতার হাত সম্প্রসারণ করার জন্য সরকারের পাশাপাশি পত্রিকাশিল্পের মালিকদের প্রতিও  আহ্বান জানান।

পত্রিকা বিক্রিকে একটি নান্দনিক পেশা হিসেবে উল্লেখ করে আজিজুল ইসলাম ভূঁইয়া আরো বলেন, অনেক সময় পত্রিকা বিক্রির মাধ্যমে হকারদের সঙ্গে নিয়মিত গ্রাহকদের একটি হূদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং পত্রিকার গুণ-মান নিয়ে তাদের মধ্যে ভাব বিনিময় হয়ে থাকে। তিনি হকারদের পত্রিকাসেবী হিসেবে আখ্যায়িত করেন এবং সাংবাদিকদের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক কামনা করেন।

সৈয়দ মেজবাহ উদ্দিন তার বক্তব্যে বাংলাদেশের খবরকে পাঠকের হাতে পৌঁছে দিতে হকার্স সমিতির সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং একই সঙ্গে তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণেরও প্রতিশ্রুতি দেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সুপার ভাইজার ও ডিস্ট্রিবিউটরসহ বাংলাদেশের খবরের সিনিয়র মহাব্যবস্থাপক মো. আলী হোসাইন মুনীর, হেড অব মার্কেটিং দিলীপ সরকার ও হেড অব সার্কুলেশন মো. আবদুল হক প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads