• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

মহানগর

রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৯

যানজট নিরসনে রাজধানীর বড় তিন সড়কে রিকশাসহ অন্যান্য অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালকরা। মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন তারা। আজ সোমবার সকাল ৭টা থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সোমবার সকাল ৭টার পর পরই সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন রিকশাচালকরা। তাদের সঙ্গে যোগ দেন রিকশার মালিকরাও। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তাজুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা। তাদেরকে রাস্তা খালি করে দিতে বললেও তারা সেটা করেননি। তবে তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা করছে।

সকাল ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে সকালে রিকশাচালক-মালিকদের বিক্ষোভের কারণে কর্মস্থলগামী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads