• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
৩৩৩ হটলাইন চালু আজ

ফাইল ছবি

মহানগর

ভেজাল খাদ্যের অভিযোগ জানাতে

৩৩৩ হটলাইন চালু আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০১৯

খাদ্যে ভেজাল পেলেই সরাসরি হটলাইনে ফোন করা যাবে আজ থেকে। ভেজালকারীদের ধরতে এ হটলাইন চালু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। খাদ্যে ভেজাল পেলে কিংবা উৎপাদন, আমদানি, মজুত, বিপণনের কোনো তথ্য থাকলেই ৩৩৩ নম্বরে অভিযোগ দিতে পারবে যে কেউই।

জানা গেছে, সরকারের এটুআই প্রকল্পের আওতায় হটলাইনটি চালু হলেও আগামীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীনে আসবে কলসেন্টারটি। কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধীকরণ প্রকল্পের আওতায় হটলাইনটি নিজস্ব কল সেন্টারের মাধ্যমে পরিচালিত হবে এরপর থেকে।

৩৩৩-তে ভোক্তার ওইসব অভিযোগ সরাসরি নিরাপদ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। এরপর কর্মকর্তারা বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান বলেন, সারা দেশে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে এ হটলাইন চালু করা হয়েছে। হটলাইনে ফোন করার পাশাপাশি কল সেন্টার থেকে মোবাইলের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে বিভিন্ন সচেতনতাবিষয়ক তথ্য পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads