• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আশুলিয়ায় হিজড়া সরদারের রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি

মহানগর

আশুলিয়ায় হিজড়া সরদারের রহস্যজনক মৃত্যু

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৯

আশুলিয়ায় আগুনে পুড়ে দগ্ধ হয়ে কাজলী (৪৫) নামে এক হিজড়া সরদারের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে প্রথমে থানা পুলিশ ও পরে সিআইডি ক্রাউম ইউনিট ঘটনাস্থল পরির্দশন করেছেন। এছাড়াও ঘটনাস্থল পরির্দশন করেন ঢাকা জেলা পুলিশের এডিশনাল এসপি (ক্রাইম) সাইদুর রহমান।

রোববার সকালে আশুলিয়ার চিত্রশাইল বরুজের পাড় এলাকায় কাজলীর নিজের তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
নিহত কাজলীর বাড়ি যশোর জেলায়। সে আশুলিয়ায় জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করতেন। সে ওই এলাকার ২০-২৫ জন হিজড়াদের সর্দার হিসেবে দায়িত্ব পালন করতেন।

কাজলীর শিষ্য পিরিতি হিজড়া জানান, ভোরে গুরু মা কাজলীর বাড়ীতে যাওয়ার পরে বাড়ির গেট বন্ধ এবং বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখতে পায়। এ সময় তার সাথে বাড়িতে কাজ করার জন্য আসা রাজমিস্ত্রীর হেলপারও ছিলো। অনেক ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে প্রাচীর পেরিয়ে ভিতরে ঢুকে গেটের দরজা খুলে দেয় রাজমিস্ত্রীর হেলপার। পরে বাড়ির ভিতরে ঢুকে আগুনে পুরা গুরু মায়ের লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

এ ব্যাপারে ঢাকা জেলার পুলিশের এডিশনাল এসপি (ক্রাইম) সাইদুর রহমান জানান, কাজলী আতœহত্যা করেছে, না তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে তদন্ত্য করা হচ্ছে। এর রহস্য উদঘাটনের জন্য সিআউডির ক্রাইম সদস্যরা কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads