• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
'শ্রমিক'র প্রকাশনা উৎসব উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

মহানগর

'শ্রমিক'র প্রকাশনা উৎসব উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৯

শ্রম ও শ্রমিক অধিকার বিষয়ক জার্নাল ‘শ্রমিক’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় মতবিনিময় সভার।

সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল ‘লেবার’-এ প্রকাশিত লেখা সম্পর্কে অংশগ্রহণকারীদের মতামত ও এর মানোন্নয়নে দিকনির্দেশনা, পরামর্শ গ্রহণ।

সভায় অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ এ জার্নালের প্রচার বাড়ানোর সুপারিশ করেন। এছাড়া এটি কীভাবে আরো বেশি করে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অন্যান্য পাঠকের হাতে পৌঁছানো যায় সে বিষয়ে পরামর্শ দেন।

বিলসের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে প্রকাশনা ও মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক মো. জাফরুল হাসান। বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য শহিদুল্লাহ চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মাহফুজুল হক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন, শ্রমিক অধিকার সাংবাদিক ফোরামের সভাপতি কাজী আবদুল হান্নান, বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সাংবাদিক আতাউর রহমান, দৈনিক বাংলাদেশের খবরের যুগ্মবার্তা সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আল মামুন, গণসাক্ষরতা অভিযানের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা, এফইএসের কর্মসূচি সমন্বয় অরুন্ধতী রানী, বিলসের উপপরিচালক (তথ্য) মো. ইউসুফ আল-মামুন প্রমুখ সভায় অংশ নেন।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটাং (এফইএস)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads