• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
এপ্রিল থেকে ভয়াবহ রূপ নিতে পারে করোনা : সাইদ খোকন

সংগৃহীত ছবি

মহানগর

এপ্রিল থেকে ভয়াবহ রূপ নিতে পারে করোনা : সাইদ খোকন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

এপ্রিলের শুরু থেকে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাইদ খোকন।

আজ রোববার সকালে নগরভবনে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় ডিএসসিসির গঠিত কমিটির জরুরি সভায় তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, প্রতি মুহূর্তকে কাজে লাগিয়ে জনগণের জানমালের নিরাপত্তা দেবে সিটি করপোরেশন। এছাড়া পরিস্থিতি বিবেচনায় লকডাউন করা হবে। এই সিদ্ধান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকেই আসা উচিত। একই হাসপাতালে করোনা রোগী ও অন্যান্য রোগীর চিকিৎসার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

এর আগে গতকাল করোনাভাইরাস কার্যকরভাবে মোকাবিলার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দিয়েছে বলে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের দাবি করেছিলেন।

কিন্তু সংস্থাটির কান্ট্রি অফিসে কমিউনিকেশন এন্ড মিডিয়া রিলেশন্স অফিসার ক্যাটালিন বেরকারু  সাইদ খোকনের দাবি প্রত্যাখ্যান করে বলেন, বৈঠককালে ডব্লিউএইচও ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার কোন পরামর্শ দেয়নি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads