• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
রাজধানীতে ভিন্নধর্মী ত্রাণ বিতরণ

সংগৃহীত ছবি

মহানগর

রাজধানীতে ভিন্নধর্মী ত্রাণ বিতরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০২০

করোনার কারণে এক অর্থে লকডাউন হয়ে গেছে পুরোদেশ। এ মুহুর্তে সাবধানতার জন্য সব কিছু অল্প কিছুদিনের জন্য বন্ধ রেখেছে সরকার।

ঢাকায় সব ধরণের যান চলাচল বন্ধ, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে বারণ জনসাধারণকে। অন্যদিকে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। এতে সব থেকে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরিব খেটে খাওয়া মানুষগুলো পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। 

একথা বিবেচনা করে দেশের বিভিন্ন স্থানে অসহায় হতদরিদ্রদের সহযোগিতায় এগিয়ে এসেছে অনেকে। যেখানে এক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে দ্রুত অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ার সুযোগ আছে। তখন সহায়তা করাটা স্বাভাবিকভাবেই বেশি চ্যালেঞ্জের।

এমন চ্যালেঞ্জকে জয় করে শনিবার রাজধানীতে পাঁচশ অসহায়, দিনমজুর, বস্তিবাসীকে ঘরে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী। পুরো কার্যক্রমে যারা সহায়তা দিয়েছেন তাদের সঙ্গে সহায়তা পাওয়া মানুষগুলোর দেখা দেখিও হয়নি। নিজেরা ঝুঁকিমুক্ত থাকতে এবং অন্যদের ঝুঁকিমুক্ত রাখতে এমন পদ্ধতিতে ত্রাণ দিয়েছেন একদল সরকারি কর্মকর্তা।

৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের এসব কর্মকর্তা শুক্রবার ও শনিবার ঢাকার মোহাম্মদপুরের বাঁশবাড়ি ও নবোদয় হাউজিং এলাকার বাচ্চু মিয়ার বস্তিতে প্রায় এক হাজারের মতো পরিবারের মাঝে ত্রাণ দিয়েছেন।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বলেন, ত্রাণ নিয়ে মারামারি, বিশৃঙ্খলতা দেখা যায় প্রায়ই। আর এখন তো সংক্রামণের ঝুঁকিও রয়েছে। তাই এভাবে সবাইকে ঘরে রেখে গেটে খাবার রেখে আসছি। সবাই এমনটা করলে সবাই নিরাপদ থাকতে পারবে বলে বিশ্বাস।

সংগঠনের প্রায় দুই হাজার সদস্য নববর্ষের অর্ধেক ভাতা করোনায় এসব মানু্ষের সহায়তার জন্য দিয়েছেন। সামনে এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন আয়োজকরা।

এসময় অন্যান্যের মধ্যে পুলিশ ক্যাডারের মৃত্যুঞ্জয় দে সজল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ নুরুননবী,  শিক্ষা ক্যাডারের মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads