• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
রাজধানীতে নিরীহ প্রাণিগুলোর জুটছে না উচ্ছিষ্টও

সংগৃহীত ছবি

মহানগর

রাজধানীতে নিরীহ প্রাণিগুলোর জুটছে না উচ্ছিষ্টও

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২০

দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সৃষ্ট লকডাউনে বন্ধ রয়েছে রাজধানীর হোটেল-মোটেল। নিস্তব্ধ নগরীর হাটবাজারেও নেই কোন উচ্ছিষ্ট। ডাস্টবিনে নেই ময়লা খাবার। ঢাকার বিভিন্ন স্থানের কুকুর বিড়ালের মতো শত শত অভুক্ত প্রাণিগুলো জন্য নেই পর্যাপ্ত খাবার যোগ্য কিছু। 

রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট , শাহবাগসহ  বিভিন্ন জায়গায় দেখা গেছে অভুক্ত প্রাণীর জীবনযুদ্ধ।  ক্ষুদার কথা বলতে পারে না তাই ক্ষুধা পেটে খাবারের সন্ধানে তারা এগলি-ওগলি ঘুরে বেড়াচ্ছে ।

ওদের ক্ষুধা নিবারণে এগিয়ে আসছেন কেউ কেউ। পরম মমতায় ওদের মুখে তুলে দেন খাবার। 

এদিকে, পুরো শহর যখন বন্ধ, তখন নিজেরই তিনবেলার খাবারের যোগান অনিশ্চিত এই রিকশাচালকেদের, থেমে নেই এসব নিরীহ প্রাণিগুলোর প্রতি তাদের দয়া। আর এটাই তো অশরাফুল মাখলুকাতের ধর্ম বলে মনে এক গরিব রিকশাচালক।

এভাবে যদি রাজধানীবাসি  নিজ নিজ এলাকায় তাদের জন্য খাবার ব্যবস্থা করে, তাহলে অনেক প্রাণীই হয়তো এই খাদ্য  সংকট কাটিয়ে বেঁচে থাকতে পারবে বলে মনে করছেন তিনি।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads