• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চট্টগ্রামে আসা-যাওয়ায় পুলিশের নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

মহানগর

চট্টগ্রামে আসা-যাওয়ায় পুলিশের নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২০

চলমান করোনা ভাইরাস সংক্রমণে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সতর্কতা হিসেবে চট্টগ্রামে বের হওয়া ও ঢোকার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে নগর পুলিশ (সিএমপি)। তবে এর আওতামুক্ত থাকবে জরুরি সেবার লোকজন ও যানবাহন।

সোমবার (৬ এপ্রিল) রাত ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম নগরে কেউ ঢুকতে পারবেন না। আবার কেউ বের হতে পারবেন না। প্রত্যেককে ঘরে থাকতে হবে। এ জন্য চট্টগ্রাম নগরের পাঁচটি প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

করোনা প্রতিরোধে এর আগে চট্টগ্রাম নগরে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সব ধরনের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল পুলিশ। সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া নগরের কোনো দোকানপাট ও বিপণিবিতান চালু রাখা নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম নগরের প্রবেশপথ সিটি গেট, অক্সিজেন মোড়, কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট সেতু এবং শাহ আমানত সেতুর মুখে পুলিশ আজ নিরাপত্তা চৌকি বসিয়েছে। এই পাঁচটি পথ দিয়ে চট্টগ্রাম নগরে প্রবেশ ও বের হওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads