• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বঙ্গবন্ধুর খুনী মাজেদ গ্রেপ্তার

সংগৃহীত ছবি

মহানগর

বঙ্গবন্ধুর খুনী মাজেদ গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার  দিনগত রাত ৩টার দিকে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার  বেলা ১১টার দিকে সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রণায় জানায়, বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদকে (অব.) গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) মিরপুর সাড়ে এগারো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ইতোমধ্যেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads