• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
রামপুরার বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

সংগৃহীত ছবি

মহানগর

রামপুরার বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২০

রাজধানীর রামপুরার বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আন শনিবার বিকেলে উলনে বিদ্যুৎ সাবস্টেশনের একটি ট্রান্সফর্মার থেকে এ আগুনের ঘটনা ঘটে।

এ সময় বিদ্যুতের তার পুড়ে নিচে পড়ে থাকতে দেখা যায়। সেই তার দিয়েই বেশ কয়েকটি এলাকায় আগুন ছড়িয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

এতে করে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ জানান, উপকেন্দ্রে আগুন লাগায় ধানমন্ডি, রামপুরা বাসাবো কাটাবনসহ রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷ তারা দ্রুত সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads