• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
১৭ মে থেকে ডিএসসিসি'র দ্বায়িত্বে তাপস

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ডিএসসিসি‘র নতুন মেয়র

সংগৃহীত ছবি

মহানগর

১৭ মে থেকে ডিএসসিসি'র দ্বায়িত্বে তাপস

  • বাংলাদেশের খবর
  • প্রকাশিত ১২ মে ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামী ১৭ মে মেয়রের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন। গত ১ ফেব্রুয়ারি তিনি নির্বাচিত হন। ১৬ মে বর্তমান মেয়র সাঈদ খোকনের দায়িত্ব শেষ হবে।

ডিএসসিসি সূত্র জানায়, সারাদেশে করোনাভাইরাসের মহামারির কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাট অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্থান্তর করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান ১৭ মে নয়া মেয়র তাপসের দায়িত্বগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠান সম্পর্কে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে আমার মনে হয়, করোনার কারণে বড় কোনো জমায়েত হবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাট অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর হতে পারে।’

ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় নির্বাচিত মেয়র। ইতোমধ্যে তিনি শপথও নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় সাড়ে তিনমাস অপেক্ষা করতে হলো তাপসকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads