• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

মহানগর

ডিএনসিসির উচ্ছেদে রক্ষা পায়নি পুলিশ বক্সও

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০২০

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল লেনের ওপরে গড়ে ওঠা পুলিশ বক্সটিও ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া সাইকেল লেন দখল করে গড়ে ওঠা ৭০টির অধিক স্থাপনা ভেঙে দেওয়া হয়।

গতকাল সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল লেনের ওপর অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করে ডিএনসিসি। এরই ধারাবাহিকতায় ভেঙে দেওয়া হয় পুলিশ বক্সটি। অভিযানের নেতৃত্বে দেন ডিএনসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। নিবার্হী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে সাইকেল লেন দখল করে গড়ে ওঠা ৭০টির অধিক দোকান আমরা উচ্ছেদ করেছি। তবে কাউকে জরিমানা করা হয়নি। সেইসঙ্গে লেনের ওপরের পুলিশ বক্সটিও উচ্ছেদ করা হয়েছে। রোববারের অভিযানে কেন বক্সটি উচ্ছেদ করা হয়নি এমন প্রশ্নে তিনি বলেন, ধারণা করা হয়েছিল হয়তো পুলিশ বিভাগ, সিটি করপোরেশনের সাথে কথা বলে পুলিশ বক্সটি সরিয়ে নেবে। তাই আমরা তাদের সময় দিয়েছিলাম। যেহেতু আজও তারা সেটি সরায়নি, তাই মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা সেটি ভেঙে দিয়েছি। আগামীকাল (আজ) মঙ্গলবারও এই লেনে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত রোববার থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল লেনে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। প্রথম দিনের অভিযান শেষে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এ সময় লেনের ওপরে অবৈধ পার্কিংয়ের জন্য একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট  কারের চালককে দুই হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads