• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রাজধানীতে ছাত্রদল-পুলিশ ব্যাপক সংঘর্ষ

সংগৃহীত ছবি

মহানগর

রাজধানীতে ছাত্রদল-পুলিশ ব্যাপক সংঘর্ষ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০২১

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে চলছে তুমুল সংঘর্ষ।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মী ও বেশ কয়েকজন পুলিশ সদস‌্য আহত হন।

এ সময় ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। বিপরীতে পুলিশরা ছাত্রদলকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে জাতীয় প্রেসক্লাবের বাইরে থেকে ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষে চলাকালে বেশ কয়েকজনকে আহত হতে দেখা যায়। ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবে ঢুকে পড়ে আর প্রেসক্লাবের গেট বন্ধ করে দেয়া হয়।

জানা গেছে, অনুমতি ছাড়াই প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। অনেক কর্মীকে মোটরসাইকেল ভাঙচুর ও আশেপাশের ভবন ভাঙচুর করতে দেখা যায়। অনেক সাংবাদিকও আহত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads