• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
লকডাউন মানা হচ্ছে না সিলেটে

সংগৃহীত ছবি

মহানগর

লকডাউন মানা হচ্ছে না সিলেটে

  • ইমরান আহমদ, সিলেট
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২১

সিলেটে লকডাউনের বিধিনিষেধ মানছেন না কেউ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গতকাল সোমবার থেকে দেশব্যাপী শুরু হওয়া সাত দিনের লকডাউনে সিলেটের চিত্র ছিল স্বাভাবিক। সকাল থেকে শহরের বিপণিবিতানগুলো বন্ধ থাকলেও সড়ক ও রাস্তার পাশের দোকানপাটের চিত্র ছিল প্রায় প্রতিদিনের মতোই। গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না বিধিনিষেধ। সকাল থেকেই নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা, পিকআপ, প্রাইভেটকার, রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন। খোলা রয়েছে নিত্যপণ্যের দোকানপাটও।

এ ছাড়া নগরবাসীর মধ্যে স্বাস্থ্যবিধি মানাতেও দেখা গেছে উদাসীনতা। অনেকে মাস্ক না পরে এবং সামাজিক দূরত্ব না মেনে চলতে দেখা গেছে।

এদিকে, লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে ঘোষণা করা হলেও শহর ঘুরে কোথাও প্রশাসনের তৎপরতা দেখা যাায়নি। তবে সকাল থেকে নগরীর স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক মাঠে নামে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সরেজমিন দেখা যায়, সিলেট নগরীর আম্বরখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, জেল রোড, শাহপরান বাইপাস, উপশহর, মদিনা মার্কেট, শিবগঞ্জ, নাইওরপুল, মেডিকেল, টিলাগড়, মীরের চক, মেন্দিবাগ, মুধশহীদ, তালতলা, মজুমদারী, কদমতলীসহ অধিকাংশ এলাকায় সরকারের নির্দেশনা না মেনে চলছে যানবাহন। দাপিয়ে বেড়াচ্ছে পণ্যবহনকারী পিকআপ ভ্যানও। তবে কদমতলী ও কুমারগাঁও বাসট্যান্ডে গিয়ে জানা যায়, এখান থেকে সিলেট বাইরে কোনো বাস ছেড়ে যায়নি এবং কোথাও থেকে কোনো বাস আসেনি। বন্ধ রয়েছে পরিবহনের কাউন্টারগুলোও। শহরের মূল সড়কের পাশের বিপণিবিতানগুলো বন্ধ থাকলেও অলিগলিতে থাকা দোকানপাট প্রায় সবই খোলা। কোনো কোনো এলাকাতে দোকানের শাটার নামিয়ে চলছে পণ্য কেনা-বেচা। বড় বড় হোটেল রেস্তোরাঁয় মানুষ না দেখা গেলেও ছোট ছোট খাবার হোটেলে বিধিনিষেধ উপেক্ষা করে অনেককে বসে খেতে দেখা গেছে। সকাল ৮টা থেকে বসেছে নিত্যপ্রয়োজনীয় ও কাঁচাপণ্যের বাজারও।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিলেটের আদালত পাড়ায় দেখা দিয়েছে স্থবিরতা। সরকার ঘোষিত লকডাউন মেনে চলছে আদালতের কার্যক্রম। তবে গতকাল আদালতে বিচার প্রার্থীদের উপস্থিতি কিছুটা বেশি থাকলেও আইনজীবীদের উপস্থিতি কম ছিল। সেই সাথে সিলেটের অধিকাংশ আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন বলেন, লকডাউনের মধ্যে আদালতের কার্যক্রম কিছুটা স্থবির রয়েছে। সিলেট মেট্রোপলিটন এলাকার জন্য একজন ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল আদালতের কার্যক্রম পরিচালনা করবেন আরেকজন ম্যাজিস্ট্রেট। এই দুজন ম্যাজিস্ট্রেট দিয়ে সিলেট আদালতের কার্যক্রম আপাতত চলবে। লকডাউনের এক সপ্তাহ পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন ভার্চুয়াল পদ্ধতিতে চলছে না আদালতের কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে মানুষের চলাচল নিশ্চিত করতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। নগরীর বিভিন্ন সড়কে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন কুমার সিংহ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads