• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হঠাৎ লকডাউনে দুশ্চিন্তায় কেরানীগঞ্জ ব্যবসায়ীরা

ছবি: বাংলাদেশের খবর

মহানগর

হঠাৎ লকডাউনে দুশ্চিন্তায় কেরানীগঞ্জ ব্যবসায়ীরা

  • এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা)
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২১

প্রথম রোজা থেকেই পাইকার আসতে শুরু করে কেরানীগঞ্জ গার্মেন্ট পাইকারি বাজার। ৫ এপ্রিল এক সপ্তাহের লকডাউন শোনার পর থেকে ব্যবসায়ীরা ভেঙে পড়েছেন। বেচাবিক্রির মূল সময়ে হঠাৎ করে লকডাউন দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এখানকার গার্মেন্ট ব্যবসায়ীরা।  

করোনার কারণে গত বছর এখানকার তৈরি পোশাক ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই ক্ষত কাটিয়ে এবার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ব্যাংক লোন, ধারদেনা ও সুদে টাকা এনে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছেন। গত বছরের একই সময়ের মতো এবারও ব্যবসা করতে না পারলে পথে মুনাফা হারাবেন অনেক ব্যবসায়ী।

কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা গার্মেন্ট পল্লীকে বলা হয় এশিয়ার সর্ববৃহৎ তৈরি পোশাকের মার্কেট। দেশের  পোশাক  চাহিদার প্রায় ৬০ ভাগ মিটিয়ে থাকে এ পল্লীতে। কালীগঞ্জের আগানগর, ইস্পাহানির বিশাল এলাকাজুড়ে বিস্তৃত এই গার্মেন্ট পল্লীতে রয়েছে কয়েকশ মার্কেট, প্রায় ১১ হাজার শোরুম ও সাড়ে ৬ হাজার কারখানা। এসব কারখানায় পোশাক শ্রমিক রয়েছে আড়াই  লাখের মতো। এর মধ্যে নারী শ্রমিক রয়েছেন প্রায় ৫০-৬০ হাজার। গত বছর করোনার কারণে বহু শ্রমিকের বেতন ভাতা বন্ধ হয়ে গেছে। অনেকের চাকরিও চলে গেছে। অনেকে ব্যবসায়ী গুটিয়ে নিয়েছেন ব্যবসা।

ব্যবসায়ী শহিদুল ইসলাম শাহিনের প্রতিষ্ঠানের নাম শাহিন কালেকশন, জেন্স শার্ট, প্যান্টের ব্যবসা। তিনি জানান, ‘গত বছর তার কারখানায় ৭০ জন কারিগর ছিল, করোনার লসের কারণে এ বছর বর্তমানে সেখানে ৪০ জন রয়েছেন। এবারের লকডাউনে কপালে কি আছে জানি না।’

গার্মেন্ট মালিক বিপ্লব হোসেন বলেন, ‘সারা বছর এখনকার ব্যবসায়ীরা রমজানের ঈদের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু গত বছরের মতো এবারো করোনার ছোবলে দিশেহারা আমরা।’

কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালী বলেন, ‘আমরা সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমরা লকডাউনের পক্ষে। হঠাৎ লকডাউন ঘোষণা করায় চোখে মুখে আশার আলো দেখছি না।’ সমিতির সভাপতি স্বাধীন শেখ বলেন, ‘সারা বছর গার্মেন্ট পল্লীগুলো পোশাক তৈরি করে দেশের বিভিন্ন মার্কেটের চাহিদা মিটিয়ে থাকি। সরকারকে আমাদের ব্যবসায়ীদের কথা চিন্তা করে, একটি ফয়সালা করে দিতে অনুরোধ করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads