• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ক্রেতাদের দীর্ঘ লাইন

সংগৃহীত ছবি

মহানগর

রাজধানীর ১০০ স্পটে টিসিবির ট্রাক

ক্রেতাদের দীর্ঘ লাইন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২১

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোররেশন অব বাংলাদেশ-টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ১০০টি ট্রাকে করে টিসিবির ছয়টি পণ্য বিক্রি করা হচ্ছে। দীর্ঘলাইন দিয়ে টিসিবির এসব পণ্য কিনছেন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা। ঘণ্টার পর ঘণ্টা চৈত্রের তীব্র রোদে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন তারা।

গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, সেগুনবাগিচা ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে এসব চিত্র পাওয়া গেছে।

সরেজমিন দেখা গেছে, টিসিবির ট্রাকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেঁজুর দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রতি কেজি সয়াবিন তেল ১০০ টাকা, চিনি, ছোলা ও মসুর ডাল ৫৫ টাকা কেজি এবং খেঁজুর বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, চার কেজি করে চিনি, ছোলা ও মসুরের ডাল কিনতে পারছেন। এ ছাড়া প্রতিজন খেঁজুর নিতে পারছেন ১-২ কেজি।

এদিকে রাজধানীর সেগুন বাগিচাস্থ বটতলার অপেক্ষমাণ টিসিবির ট্রাক থেকে পণ্য কিনছেন কামরুল ইসলাম নামে একজন ক্রেতা। তিনি বলেন, বেলা ১১টা থেকে দাঁড়িয়ে রয়েছেন, এখন দুপুর ১২টা। লাইনেই অপেক্ষা করছি। হয়তো আরো ১৫-২০ মিনিট লাগবে পণ্য কিনতে। এতক্ষণ লাইনে দাঁড়ানোর কারণ প্রসঙ্গে তিনি বলেন, বেসরকারি চাকরি করছি। গত বছর করোনার সময় ৩০ শতাংশ বেতন কমানো হয়েছে। সেটা আর বাড়েনি। বরং বর্তমানে করোনা বেড়ে যাওয়ায় চাকরি হারানোর আতঙ্কে রয়েছি। এই অবস্থায় এক ঘন্টা দাঁড়ানোর পরেও যদি টিসিবির পণ্য কিনতে পারি তাহলে কয়েকশ টাকা সাশ্রয় হবে।

একই কথা বলছেন, সুমি আক্তার। তিনি বলেন, বাজারে সয়াবিন তেল প্রতি লিটার ১৪০ টাকা। টিসিবিতে ১০০ টাকা। ৫ লিটার তেল টিসিবি থেকে কিনলে সাশ্রয় ২০০ টাকা। এ ছাড়া ছোলা, মসুর ডাল ও চিনি বাজার থেকে গড়ে ২০ থেকে ৪০ টাকা কম পাওয়া যাচ্ছে। তাই কষ্ট হলেও এখান থেকে পণ্য কিনছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads