বাংলাদেশের খবর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮

পিসিএলে হারলেন মাহমুদউল্লাহরা

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ সংগৃহীত ছবি


চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এখন তিন ঘোড়ার দৌড়। সবশেষ মাহমুদউল্লাহদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৪৬ রানে হারিয়ে টেবিলের শীর্ষে চলে এসেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। হারের দিনে ব্যাট-বলে কোনো ভূমিকা রাখতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ।

টসে হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা যে সঠিক ছিল না তা হাড়ে হাড়ে টের পেয়েছে সেন্ট কিটস। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ত্রিনবাগো। কলিন মুনরোর ঝড়ো ৭৬ রানে বিশাল সংগ্রহ পায় তারা। তার ৫০ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছয়। এছাড়া ৩৭ রান আসে ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে।

মাহমুদউল্লাহ ২ ওভারে ১৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দুটি উইকেট নেন আলজারি জোসেফ।

জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে সেন্ট কিটস। ওপেনার এভিন লুইসের ব্যাট থেকেই আসে সর্বোচ্চ ৫২ রান। এছাড়া বড় কোনো ইনিংস উপহার দিতে পারেননি আর কেউ। মাহমুদউল্লাহ শেষ দিকে নেমে ৩ বলে অপরাজিত থাকেন ২ রানে।

লিগে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ত্রিনবাগো। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে গায়ানা। এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় জ্যামাইকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১