বাংলাদেশের খবর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস


কুড়িগ্রাম জেলার রাজারহাটে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

শনিবার সকাল ৯টার দিকে আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে বলা হয়, রাজারহাটে সর্বনিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলায় হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মেঘাচ্ছন্ন আকাশের সাথে সারা দেশে আবহাওয়া শুকনো থাকতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১