বাংলাদেশের খবর

আপডেট : ০৩ মার্চ ২০২১

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনু্ষ্ঠিত


শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনু্ষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৭:৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১- এর ৫ কিলোমিটার ম্যারাথন শুরু হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এ ম্যারাথন অনু্ষ্ঠিত হয়েছে। ম্যারাথনে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম সকাল পৌনে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিক ম্যারাথনের শুভ সূচনা করেন। এ সময় সেনাবাহিনীর মেজর মাজহার,  শ্রীমঙ্গলের এসিল্যান্ড মো. নেছার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবালসহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন। 

ম্যারাথনটি শ্রীমঙ্গল উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে কোর্ট রোড, গুহ রোড, কলেজ রোড, ভাড়াউড়া চা-বাগান কারখানা, বিটিআরআই লিংক রোড, শ্রীমঙ্গল-ভানুগাছ রোড হয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এর আগে ম্যারাথন শুরুর প্রাক্কালে ম্যারাথনে অংশগ্রহণকারিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাজহার। 

ম্যারাথন চলাকালে ৫ কিলোমিটার পথের তিনটি স্থানে খাবার পানির ব্যবস্থা, একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সহায়তা দেয়। 

ম্যারাথনে উপজেলার সকল স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় ৫০০ জন নারী-পুরুষ ম্যারাথনে নেন। 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১