বাংলাদেশের খবর

আপডেট : ০৪ মার্চ ২০২১

লালপুরে জলাশয় পুনঃখনন কাজের উদ্বোধন


নাটোরের লালপুরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় ১৮ লক্ষ ২৭ লক্ষ টাকা ব্যয়ে ৩.৫৮ একর জলাশয় পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়ায় এ কাজের উদ্বোধন করেন নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

উপজেলার বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটোর জেলা মৎস্য দপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা।

উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন‍্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসকেন্দার মির্জা, চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মুজাম, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল জয়, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ওয়ালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, প্রকল্পটির সভাপতি রাসেল আহমেদ  প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১