বাংলাদেশের খবর

আপডেট : ০৪ মার্চ ২০২১

দোহারে বেপরোয়া গাড়ী চালানোর প্রতিবাদে মানববন্ধন


ঢাকার দোহার উপজেলায় বেপরোয়া গাড়ী চালানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে দোহার বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার জয়পাড়া রতন চত্বরে মানববন্ধনে বিভিন্ন কোম্পানির প্রায় দুই শতাধিক বিক্রয় প্রতিনিধিরা অংশ নেয়। এসময় বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্স বিহীন গাড়ি ও অবৈধ নসিমনের চলাচল বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে থানার মোড় এসে কার্যক্রম শেষ হয়। পরে বিভিন্ন দাবি নিয়ে উপজেলা ও থানা প্রশাসন বরাবর একটি স্বরকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ডিলার এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর সভাপতি মিজানুর রহমান, সমন্নয়ক জাহিদুল ইসলাম, রিদিশা কোম্পানীর এরিয়া ম্যানেজার মাইনুল ইসলামসহ বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা।

উল্লেখ্য,গত ২ মার্চ সন্ধ্যা ৬টার দিকে উপজেলার করিমগঞ্জ এলাকায় আঞ্চলিক মহাসড়কে দ্রুত গতিতে আসা একটি বালুভর্তি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন রিদিশা কোম্পানির বিক্রয় প্রতিনিধি আল ইমরান (২৫)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেপরোয়া গাড়ী চালানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্রয় প্রতিনিধিরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১