বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মার্চ ২০২১

হালুয়াঘাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ


হালুয়াঘাটে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

আজ রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে এ শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল ও সুধী সমাজের নেতৃবৃন্দ।

অপর দিকে দিবসটি উপলক্ষে হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যে‍াগে দলীয় কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ এবং দিন ব্যাপি বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। অনুরুপ ভাবে হালুয়াঘাট উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

প্রসঙ্গত: ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে শহীদ সরোয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষনের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন। যে ভাষনটি ইউনোসকো কর্তৃক সেরা ভাষণের স্বীকৃতি লাভ করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১