বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মার্চ ২০২১

কেরানীগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত


কেরানীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর এর আয়োজনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, আবৃত্তি, চিত্রাংকন, সংগীত, নৃত্য,বঙ্গবন্ধুর জীবনী ডকুমেন্টারি প্রদর্শনী, চলচিত্র প্রদর্শনী , আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নাহিদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ফারজানা শেলী , উপজেলা ডেভেলোপমেন্ট ফ্যাসিলেটেটর কর্মকর্তা মোসা. শাহিনা বেগম, সহকারী মাধ্যমিক অফিসার আব্দুল মতিন । এ সময় প্রাথমিক, মাধ্যমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হলে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বেশি বেশি শুনতে হবে।

তিনি এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বিজয়ীদের ধন্যবাদ জানান। পরে প্রাইমারী, মাধ্যমিক অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১