বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মার্চ ২০২১

শ্রীপুরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সেন্টাল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ শিশির কুমার শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, অন্তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি কৃষ্ণচন্দ্র কুন্ডু, উপজেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক আশরাফ হোসেন পল্টু প্রমুখ।

এছাড়াও কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা ও বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র সহকারী প্রোগ্রামার, আইসিটি, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী, উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান প্রমুখ । অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন যুদ্ধকালীন শ্রীপুর বাহিনীর প্লাটুন কমান্ডার মোশাররফ হোসেন মজা ও বীর মুক্তিযোদ্ধা আবু বকর।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে প্রতি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১