বাংলাদেশের খবর

আপডেট : ০৯ মার্চ ২০২১

রাস্তায় ময়লা ফেলায় অভিনব প্রতিবাদ মেয়র আতিকের


যত্রতত্র ময়লা না ফেলতে বার বার অনুরোধ করার পরেও রাস্তাজুড়ে ময়লার স্তূপ রাখায় এবার অভিনব প্রতিবাদ করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মিরপুর সেকশন-৬ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্মিত সরকারি আবাসনের গেটে এমন ঘটনা ঘটল।

গতকাল সোমবার সকালে ওই এলাকা পরিদর্শনে গিয়ে মেয়র দেখতে পান রাস্তার একটা বড় অংশজুড়ে ময়লার স্তূপ। এরপর সিদ্ধান্ত নেন এই ময়লা সরকারি আবাসনের গেটের সামনে ফাঁকা জায়গা রাখা হবে। যেই কথা সেই কাজ। ময়লা অপসারণের যন্ত্র দিয়ে সেই রাস্তার ময়লা নিয়ে রাখলেন সরকারি আবাসনের গেটের সামনে। মেয়রের এই প্রতিবাদকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে মেয়র সাংবাদিকদের বলেন, দেখুন এখানে ৬৫০টার অধিক ফ্ল্যাট আছে। যারা এই ভবনটা করেছেন, যারা এখানে থাকেন এটা দুঃখজনক ব্যাপার। যারা ভবন করেছেন তারা চিন্তা করেন নাই ৬৫০টি ফ্ল্যাট বা ৭২০ ফ্ল্যাটের মালিকরা ময়লাটা কোথায় ফেলবেন? ওনারা ময়লাটা রাস্তায় ফেলে দিয়েছেন, যারা সরকারি কর্মকর্তা উনারা যদি রাস্তায় ময়লা ফেলেন বাকিরা কী করবেন?

তিনি বলেন, প্রত্যেকের উচিত যার যার জায়গায় খাল পরিষ্কার করুন, এসটিএসের জন্য জায়গা রাখুন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১