বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২১

নীল ফড়িং


২০১১ সালে ওমেন্স ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শোবিজে যাত্রা শুরু করেছিলেন তিনি। অভিনয়ের কিংবা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পথচলাটা তার দীর্ঘদিনের না হলেও অল্প সময়ে দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু ভালো কাজ করেছেন এ সময়ের তরুণ মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা। তবে ছোট পর্দা ছাপিয়ে আফ্রি অভিনয় করছেন বড় পর্দায়। একটু দেরিতে হলেও একসঙ্গে বেশ কয়েকটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। অচিরেই মুক্তি পাচ্ছে ইদ্রিস হায়দার পরিচালিত তার ‘নীল ফড়িং’ নামের একটি সিনেমা। ছবিটি নিয়ে বেশ আশাবাদী আফ্রি। অবশ্য ‘নীল ফড়িং’ মুক্তির আগেই বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এর মধ্যে বাংলাদেশ-লন্ডন যৌথ প্রয়াসে নির্মিত ‘বিফোর আই ডাই’ সিনেমার কাজ শেষ করেছেন। মুক্তির প্রচারণায় আসছে শিগগিরই সিনেমাটির টিম। আফ্রি সেলিনা জানান, এ ছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন ফাহমিদা প্রেমার ‘মায়া দ্য রিভেঞ্জ’ সিনেমার কাজ। তবে যে সিনেমাটি নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী আফ্রি সেলিনা, সেটি হলো রাসেল আহমেদের ‘স্টেশন’। এ সিনেমার গল্প লিখেছেন মাসুম রেজা। এরই মধ্যে আরো শেষ করেছেন শাপলা মিডিয়ার ‘মন যারে চায়’ সিনেমার কাজ। শিগগিরই শুরু করবেন তিনি শাহীন সুমনের ‘হার্টবিট’ সিনেমার কাজ। তবে এই সিনেমায় তার বিপরীতে কে থাকবেন তা এখনো নিশ্চিত নন তিনি। আফ্রি সেলিনা বলেন, ‘প্রত্যেক শিল্পীরই সিনেমায় প্রতিষ্ঠা নিয়ে স্বপ্ন থাকে। তবে অভিনয় আমার ভালো লাগা, ভালোবাসা। অভিনয় নিজের ভেতর লালন করি। ভালো চরিত্র পেলে নিজেকে উজাড় করে দিয়ে অভিনয় করি। ছোট পর্দায় অভিনয় করে দর্শকের কাছে থেকে খুব সাড়া পেয়েছি। আশা করি বড় পর্দাতেও দর্শকদের পাশে পাব।’

বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে আফ্রি সেলিনা বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করছি খুব বেছে বেছে। তবে যতগুলো বিজ্ঞাপনেই কাজ করছি প্রত্যেকটির জন্য অভূতপূর্ব সাড়া পেয়েছি আমি। আমি কৃতজ্ঞ যারা আমাকে দিয়ে নিয়মিত বিজ্ঞাপন নির্মাণ করেছেন। কারণ বিজ্ঞাপনে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য পাই। অনেক বেশি সাড়া পাওয়া যায় বিজ্ঞাপনে কাজ করলে। ’

আফ্রি আরো বলেন, ‘আগের কোনো ব্যাকগ্রাউন্ড বা কারো দেওয়া কোনো ব্রেক ছাড়াই একটু একটু করে নিজেকে অভিনয়ে ব্যস্ত করে তুলতে পেরেছি, এটাই আমার প্রাপ্তি। এখন বেশ ভালো ভালো কাজ করছি। হোক সেটা নাটক, শর্টফিল্ম, বড় পর্দা কিংবা মিউজিক ভিডিও। তবে আমি সত্যিকার অর্থেই একজন ভালো অভিনেত্রী হতে চাই। অভিনয়ের পথচলায় আমার আদর্শ হলেন জয়া আহসান। তার সবকিছুই আমাকে প্রভাবিত করে। আমি তাকেই অনুসরণে চেষ্টা করছি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১