• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

রাজনীতি

রাতে বিএনপির জরুরি বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জানুয়ারি ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।
এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান।
তিনি বলেন, ‘শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির সদস্যদের যথসময়ে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।’ তবে বৈঠকের আলোচ্যসূচির ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি বিএনপির পক্ষ থেকে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষ হয়েছে। আদালত আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঘোষণা করেছেন। গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের জজ ড. আখতারুজ্জামান এই দিন দেন। এই মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এ রকম একটি পরিস্থিতিতে খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads