• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

রাজনীতি

আমাদের ভুলত্রুটি আছে: ওবায়দুল কাদের

  • প্রকাশিত ০২ এপ্রিল ২০১৮

বর্তমান ক্ষমতাসীন সরকারের উন্নয়নকাজ জনগণের চোখের সামনে দিবালোকের মতো পরিষ্কার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘চাঁদেরও কলঙ্ক থাকে, আওয়ামী লীগ একটা সরকার। আমাদের ভুলত্রুটি কিছু আছে।’


সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন ‘বিএনপির রাজনীতি নেতিবাচক। ভুলের চোরাবালিতে আটকে গেছে। নয় বছরে যারা আন্দোলন করতে পারেনি, বাকি নয় মাসে তারা আন্দোলন করবে ? বিএনপির অতীতের যে রাজনীতি সহিংসতার রাজনীতি, এটি জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন।’

‘তারা এখন যতই আন্দোলনের ডাক দেবে, জনগণ তাতে সাড়ে দেবে না। আসন্ন নির্বাচনের আগে তারা যে আন্দোলন করবে, তা জনগণ ও তাদের দলীয় নেতাকর্মীরা বিশ্বাস করবে না। দেশের মানুষ তাদের আন্দোলনে নয় বছরে সাড়া দেয়নি, নয় মাসেও দেবে না। বিএনপির রাজনীতি এখন বারে বারে ভাঙা রেকর্ড বাজানো।’

চাঁদপুর, ঠাকুরগাঁওসহ সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় জনসমাগমের উদাহরণ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ আওয়ামী লীগকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’ তিনি আরও বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং তারা জানে আওয়ামী লীগ সরকার এলে দেশে উন্নয়ন হবে। সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ কোনো আমলেই হয় নাই। আমাদের ভুলত্রুটি হলে তা সংশোধনের মানসিকতা আমাদের আছে। চাঁদের মধ্যেও কলঙ্ক থাকে, আওয়ামী লীগ একটা সরকার। আমাদের ভুলত্রুটি কিছু আছে। আমাদের কাজ জনগণের কাছে দিবালোকের মতো পরিষ্কার।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads