• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

রাজনীতি

আবারও ভোটারবিহীন নির্বাচন করতে চায় সরকার : রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার দুদককে দিয়ে নতুন প্রকল্প খুলেছে। তারা আবারও একটি ভোটারবিহীন নির্বাচন করতে চায়। কিন্তু সেটা তারা করতে পারবে না। মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন।

তিনি বলেন, হঠাৎ করে বিএনপির সিনিয়র নেতা ও তাদের পরিবারের বিরুদ্ধে অবৈধ টাকা লেনদেনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, যা মিথ্যা এবং বানোয়াট ।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেন, ‘সরকার খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বাধাদান এবং বিএনপিকে কালিমালিপ্ত করতেই আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যা মিথ্যা ও বানোয়াট।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads