• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ফাইল ফটো

রাজনীতি

বর্তমান সরকার থাকলেই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখা সম্ভব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বর্তমান স্থিতিশীল সরকার ক্ষমতায় থাকলেই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখা সম্ভব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অগ্নিনিরাপত্তাবিষয়ক মেলার উদ্বোধন অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে, যা সম্ভব হয়েছে স্থিতিশীল সরকার ক্ষমতায় থাকার কারণে। দেশে সন্ত্রাস ও জঙ্গি দমন সম্ভব হয়েছে সরকারের পাশাপাশি সাধারণ জনগণের সমর্থন থাকায়। মেলায় অংশ নেওয়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অগ্নিনিয়ন্ত্রণের পণ্য প্রদর্শন করে।

মন্ত্রী বলেন, ‘এখন আমাদের দেশ কিন্তু আগের মতো নেই। আমরা আধুনিক জ্ঞানে এবং আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে এগিয়ে চলছি। সে জন্যই আমরা মনে করি, আমাদের দেশে একটা স্থিতিশীল গভর্নমেন্ট রয়েছে। এই স্থিতিশীল গভর্নমেন্ট যে পর্যন্ত থাকবে, আমাদের অগ্রযাত্রা কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ।’

মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads