• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন

সংরক্ষিত ছবি

রাজনীতি

ঐক্যের ডাক আমরা দিয়েছি : কামাল হোসেন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ মে ২০১৮

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।  তিনি বলেন, ‘ঐক্যের ডাক তো আমরা দিয়ে রেখেছি। ঐক্য প্রক্রিয়ার নামে বদরুদ্দোজা চৌধুরী সাহেব ও আমরা সাত দফার ভিত্তিতে ঐক্যের আহ্বান জানিয়েছি।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে শুক্রবার ‘গণতন্ত্র ও আইনের শাসন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন ড. কামাল হোসেন।  

তিনি বলেন, ‘এ দেশে স্বৈরাচার কোনদিন টিকে থাকতে পারবে না। কোনো দিনও গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।এটা আমার বিশ্বাস। এটা আমরা একবার না বহুবার প্রমাণ করেছি। দুঃখ লাগে যে, আজকে স্বাধীনতার ৪৬ বছর পরে, আবার আমাদেরকে সেই ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এই সরকার কত নীতিহীন, স্বৈরশাসক তার প্রমাণ হলো, এরা বলেছিল ২০১৪ সালের নির্বাচনের পর কিছুদিনের মধ্যে সবার সঙ্গে আলোচনা করে একটা নির্বাচন করবে। নির্লজ্জভাবে, এরপর এরা ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত চালিয়েছে। লজ্জা নাই, নীতি নাই, বিবেক নাই, কিছু নাই। এরা আমাদের উপর চাপিয়ে দেবে, আর আমরা মেনে নেব? তার স্কোপ নাই।  আসুন আমরা এটা নিশ্চিত করি যে, দলমত নির্বিশেষে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই।’

সেমিনারে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। সেমিনারটি পরিচালনা করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads