• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন বদরুদ্দোজা চৌধুরী

ছবি: বাংলাদেশের খবর

রাজনীতি

বি. চৌধুরীর অভিযোগ 

দুর্নীতিমুক্ত নয় কোনো মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ মে ২০১৮

দেশের একটি মন্ত্রণালয়ও দুর্নীতিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ‘বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।

তিনি বলেন, বর্তমানে সব ক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, কাজ করাতেও ঘুষ লাগে। সারা দেশে রাতের আঁধারে কোটি কোটি টাকার বাণিজ্য হয়। আমাদের সরকারের একটি মন্ত্রণালয়ও নেই, যেটা দুর্নীতিমুক্ত। দেশের সবাইকে শপথ নিতে হবে। বলতে হবে, আমরা আর কোনো দিন সন্ত্রাস করব না, দুর্নীতি করব না।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, কোটা সংস্কারের আন্দোলন দেখে বোঝা যায় আজ যদি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতো তাহলে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না। নেতিবাচক নেতৃত্ব দিয়ে দেশ চলতে পারে না। তাই সব বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দিতে হবে, আদর্শ নেতা বের করে আনতে হবে।

সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, একের পর এক ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে। কত বড় নির্লজ্জ বিষয় যারা এ রকম করে ব্যাংক লুট করছে তাদের বিরুদ্ধে কোনো জিডি নেই, মামলা নেই। এ সময় খালেদা জিয়াকে আটক রাখার জন্য নিন্দা জানান তিনি।

সাবেক এই ছাত্রনেতা বলেন, কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রীদের ওপর যে নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়নি। বিচার করা হয়নি। তাহ‌লে কীভাবে বল‌ব দে‌শে গণতন্ত্র আ‌ছে? অংশগ্রহণমূলক নির্বাচন হলে দেশের সব সমস্যার সমাধান হবে।

নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখে মান্না বলেন, খুলনা সিটি নির্বাচনে একজন রিটার্নিং অফিসার থাকা অবস্থায় কী করে নির্বাচন কমিশন আরেকজনের নিয়োগ দিল?

সভায় আরো বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads