• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংরক্ষিত ছবি

রাজনীতি

প্রধানমন্ত্রীর উদ্দেশে ফখরুল

মালয়েশিয়ার দিকে তাকান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ মে ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখুন। দুর্নীতি করলে, গণতন্ত্রের বাইরে চলে গেলে সকল শক্তি দিয়েও জনমতকে প্রতিহত করা যায় না। মালয়েশিয়ায় সেটাই প্রমাণিত হয়েছে। গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজনীতিতে খালেদা জিয়ার ৩৪ বছর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটো সাংবাদিক বাবুল তালুকদার।

মির্জা ফখরুল বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসীর কাছে আহ্বান থাকবে আসুন আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করি। এই ভয়াবহ দানব যে আমাদের সব লুট করে নিয়ে যাচ্ছে তাকে পরাজিত করি, জনগণের সরকার প্রতিষ্ঠিত করি।

খালেদা জিয়ার আত্মজীবনী লেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তার (খালেদা) ওপর বই লেখা হচ্ছে, তার আত্মজীবনী লেখায় আমরা এমন কিছু জিনিস পাব, যা অনেকেই জানি না।

তিনি বলেন, কী নির্মমভাবে, নিষ্ঠুরভাবে বার বার আমাদের নেত্রীকে খাটো করার চেষ্টা করা হয়েছে তাও উঠে আসবে বইটিতে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ছোট করার অপচেষ্টাও করা হচ্ছে। তারুণ্যের অহঙ্কার তারেক রহমানকে ছোট করার চেষ্টা করছে। কিন্তু নিজস্ব মহিমায় উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবেন তারা।

রাজনীতি থেকে দূরে রাখতে মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসনকে কারাগারে রাখা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সম্ভবত তিনি (খালেদা জিয়া) একমাত্র ব্যক্তি যাকে হাইকোর্টে জামিন দেওয়ার পরও তা স্থগিত করে সুপ্রিম কোর্টে শুনানি করতে হচ্ছে। তাকে কারাগারে আটকে রেখে আবারো তারা (আওয়ামী লীগ) একদলীয় একটি নির্বাচন করার চক্রান্ত করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা প্রমুখ বক্তব্য দেন।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads