• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
খালেদা জিয়া পুরোপুরি সুস্থ বলা যাবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

খালেদা জিয়া পুরোপুরি সুস্থ বলা যাবে না : কাদের

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার ব্যাপারে আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাকে জিজ্ঞেস করেছি যে বিএনপি যেভাবে বলছেন তার (খালেদা জিয়া) অবস্থা সেরকম কি না। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, খালেদা জিয়ার বয়স হয়েছে। এ ছাড়া তিনি কারাগারে বন্দি। ফলে তিনি যে পুরোপুরি সুস্থ তা বলা যাবে না। তবে কারাবিধিমতো তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরও খতিয়ে দেখে তার চিকিৎসায় যা ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় মহাসড়কের যানজট পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে যেমন ইলেকশন (২০১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন) হয়েছে তেমনই হচ্ছে খুলনায়। বিএনপির মঞ্জুই শুধু অভিযোগ করছেন এবং ঢাকায় বসে তারা সংবাদ সম্মেলন করছে। জনগণ খুলনায় গোপন ব্যালটে ভোট দিচ্ছে, আমরা খুলনার ব্যাপারে আশাবাদী। জনগণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, সেখানে অভিযোগ করার মতো কিছু এখনো পাইনি।

মন্ত্রী মহাসড়কে যানজট প্রসঙ্গে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার পরও মাঝেমধ্যে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তবে আমরাও বসে নেই। এখানে রাস্তার কোনো সমস্যা নেই। মহাসড়ক চার লেন হয়ে গেছে। ফেনীর ফ্লাইওভারের কাজও শেষ। গত কয়দিন যে সমস্যাটি হচ্ছে এটি মূলত ফেনীর ফতেহপুরে রেল ওভারপাসের জন্য।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকউল্লাহ, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার আলম ও আবদুস সাত্তার এবং উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads