• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : রিজভী

জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংরক্ষিত ছবি

রাজনীতি

একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ মে ২০১৮

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে জবরদস্তিমূলক একতরফা নির্বাচনের ইঙ্গিত দেখছে বিএনপি।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন। এসময় গত কয়েকদিনে বন্দুক যুদ্ধের নামে বিচার বর্হিভূত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

বিচার বর্হিভূত হত্যাকাণ্ড সম্পর্কে রিজভী বলেন, ‘সরকারের বিচারবহির্ভূত হত্যার মূল উদ্দেশ্য দেশকে স্থায়ী দুঃশাসনের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা। আর সে জন্য জনগণকে আতঙ্কিত করে রাখা।’ আর এ জন্য সরকার বিনা বিচারে হত্যার দণ্ডাজ্ঞা ধরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। অবিলম্বে বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানান তিনি।

রিজভী বলেন, ‘ভোটের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের মুক্তির কোনো সম্পর্ক নেই’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্য কিসের ইঙ্গিত বহন করে। তিনি বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার গভীর ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে জবরদস্তিমূলক সেই একতরফা নির্বাচনেরই ইঙ্গিত বহন করে।

রিজভী আরো বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচনের আশা আর কখনো পূরণ হবে না। জনগণ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে। এসময় তিনি বলেন, খালেদা জিয়া ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না। তার নেতৃত্বেই বিএনপি দল নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে।

সারাদেশে বিদ্যুতের লোডশেডিংয়ের পাশাপাশি গ্যাস ও পানি সংকটে মানুষের দুর্ভোগ নিয়ে রিজভী বলেন সরকার এ ব্যপারে সম্পূর্ন ব্যর্থ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads