• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
‘বিনা বিচারে হত্যা’য় এরশাদের নিন্দা

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

‘বিনা বিচারে হত্যা’য় এরশাদের নিন্দা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মে ২০১৮

রাষ্ট্রীয় বাহিনীর হাতে ‘বিনা বিচারে’ মানুষ নিহতের ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিগত ৩-৪ মাসে ৭৩ জনকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এর থেকে অন্যায় আর কিছু নেই। আমি এ ধরনের হত্যার তীব্র নিন্দা জানাই। প্রতিটি মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে। যাদের হত্যা করা হয়েছে তারা কারা? তাদের কী অন্যায় তা কিছুই জানা যায়নি।’

সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে রোজা এলে পণ্যের মূল্য কমে আর আমাদের দেশে বৃদ্ধি পায়। রোজায় মূল্য বাড়ানো শরিয়তবিরোধী। তিনি বলেন, দেশে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। প্রতি দিন ৮ থেকে ১০টা দামি গাড়ি বিক্রি হয়। আর অন্যদিকে চকবাজার ইফতারের বাজারের পাশে গরিব মানুষ খাবারের দিকে তাকিয়ে থাকে।’

জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব বিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু  ও ঢাকা মহানগর দক্ষিণের জহিরুল আলম রুবেল প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads